মনের নেংটী এঁটে করো রে ফকিরী

মনের নেংটী এঁটে করোরে ফকিরী।
আমানতের ঘরে যেন
হয় নারে চুরি।।

এইদেশেতে দেখিরে ভাই
ডাকিনী যোগিনীর ভয়
দিনেতে মানুষ ধরে খায়
থেকো হুঁশিয়ারী।।

বারে বারে বলছিরে মন
করতে হবে আত্মসাধন
আকর্ষণে দুষ্ট মন
মারো ধরি ধরি।।

কাজে দেখি ধড়ফড়ে
নেংটী তোমার নড়বড়ে
খাটবে নারে লালন ভেড়ে
টাকশালে চাতুরী।।

(প্রবর্তদেশ)

মনের নেংটি আঁটা: সপ্ত ইন্দ্রিয়ের মধ্য দিয়ে অন্তুরে অবিরামভাবে প্রবেশরত ধর্মরাশি বা বিষয়শি নির্মোহভাবে গ্রহণবর্জন করার পদ্ধতি।