পড়ারে সদাই লায়লাহা ইল্লাল্লাহু্
আইন ভেজিলেন রসুলাল্লাহ।।
নামের সহিত রূপ
ধেয়ানে রাখিয়া জপো,
বে-নিশানায় যদি ডাকো
চিনবি কি রূপ কে আল্লাহ।।
লা ইলাহা নফি সে হয়,
ইলল্লাহ্ সেই দীন দয়াময়
নফি এজবাত ইহারে কয়
সেই তো এবাদত উল্লাহ।।
লা শরিক জানিয়া তাঁকে
পড়ো এ নাম দেলে মুখে,
মুক্তি পাবে থাকবে সুখে,
দেখবে নূর তাজেল্লাহ।।
বলেছেন সাঁই আল্লাহ নূরী,
এ জিকিরের দরজা ভারি,
সিরাজ সাঁই তাই কয় ফুকারী,
শোনরে লালন বেলিল্লাহ।।
(প্রবর্তদেশ)