রাত পোহালে পাখি বলে দেরে খাই

রাত পোহালে পাখি বলে দেরে খাই।
গুরুকার্য মাথায় করে
কী করি আর ক’মনে যাই।।

এমনি পাখি কেবা পোষে
খেতে চায় সাগর শুষে
আমি কেমনে আহার যোগাই;
আমার বুদ্ধি গেলো, সাধ্যি গেলো
সার হলো শুধু প্যাঁচকো বাই।।

আমি বলি আত্মারাম
মুখে লওরে আল্লার নাম
যাতে মুক্তি পাই;
পাখি সে নামে তো হয় না রত
খাবো খাবো রব সদাই।।

আমি যমন লাল পড়া
পাখি আমার সেই আড়া
তার সবুর কিছুই নাই;
লালন কয় পেট ভরলে হয়
আর কীসের গুরু গোঁসাই।।

(প্রবর্তদেশ)