হেথা যে গান গাইতে আসা আমার

৪০

হেথা যে গান গাইতে আসা আমার
হয়নি সে গান গাওয়া,
আজো কেবলি সুর সাধা, আমার
কেবল গাইতে চাওয়া।

আমার লাগে নাই সে সুর, আমার
বাঁধে নাই সে কথা,
শুধু প্রাণেরই মাঝখানে আছে
গানের ব্যাকুলতা।
আজো ফোটে নাই সে ফুল, শুধু
বহেছে এক হাওয়া।

আমি দেখি নাই তার মুখ, আমি
শুনি নাই তার বাণী,
কেবল শুনি ক্ষণে ক্ষণে তাহার
পায়ের ধ্বনি খানি।
আমার দ্বারের সমুখ দিয়ে সেজন
করে আসা যাওয়া।

শুধু আসন পাতা হল আমার
সারাটি দিন ধরে,
ঘরে হয়নি প্রদীপ জ্বালা, তারে
ডাকব কেমন করে!
আছি পাবার আশা নিয়ে, তারে
হয়নি আমার পাওয়া।

২৭ ভাদ্র ১৩১৬