বন্ধে পিরিত করি আইল না

বন্ধে পিরিত করি আইল না
প্ৰাণ বন্ধুরে চউখে দেখলাম না।।
আর দুধের মাঝে সর-লনী৷
মাথার বিযে মইলাম আমি
পাড়ার লোকে বিশ্বাস কইল না।।
বন্ধে ঔষধি লইয়া আইল না
ব’ দাদা, বন্ধে ঔষধ লইয়া আইল না৷
আগে যে বাড়াইয়া প্ৰেম
শেষে দেয় জ্বালা।।
আর ভাইবে রাধারমণ বলে
পিরিত করি যে জন মারে
দুধের মাঝে ছাই মিশাইছে।।

[আক্ষেপানুরাগ]