ধরবে যদি রসের মানুষ নেহারে

ধরবে যদি রসের মানুষ নেহারে
সহজ ভাবেরি ঘরে
ভাবের গুরু কল্পতরু মনপ্ৰাণ যে হরে৷
দেহরতি করা শগুন্য গুরুরতি কর পুণ্য
কামশূন্য শুদ্ধ নির্বিকারে
মরা হয়ে অধর মরা চিন্তামণি পুরে৷
অধর মানুষ সহজ রসে বিরাজ করে ঢাকার শ’রে৷
সে মানুষ ত্রিপুন্নীর নীরে
অধর চান্দের রসের খেলা মদনগঞ্জের চকবাজারে৷
চল রে মন মুসুদাবাদ
খিল জমির কর আবাদ উদয় চান্দ শ্ৰীরূপনগরে৷
গোসাই শ্ৰী রাধারমণের আশা পুরে কিনা পুরে।।

[সহজিয়া]