সই গো, বলিয়া দে আমায়

সই গো, বলিয়া দে আমায়-
দিবা নিশি ঝুরিয়া মরি কালিয়া সোনার দায়।।
কলসী লইয়া গো রাধে
যেই দিগেতে চায়-
আটিয়া যাইতে ঢলিয়া পড়ে,
সোনা বন্ধের গায়।।
কদমডালে বইয়া গো বন্ধে
বাঁশিটি বাজায়-
কদমফুল ঝরিয়া পড়ে
সোনা বন্ধের গায়৷
ভাইবে রাধারমণ গো বলে-
মইলাম পরার দায়
এগো, পর কি আপনা হয়
ছাল্লাত বুঝা যায়।।

[পূর্বরাগ]