এসেছি ফিরিয়া

তারা মোরে রেখেছিল ভুলাইয়ে,-
দুদিনের মোহ-মাখা হাসি খুসি দিয়ে;

নিজ-সুখ-তরে, মম সুখ-দুখ-ভাগী,
তারা শুধু চাহে মোরে তাহাদেরি লাগি’;
মিছে আশা দিয়ে কত করে অনুরাগী;
(শেষে) দূরে দাঁড়াইয়া হাসে, সরবস নিয়ে।

দেখা হলে, আর কথা কহে না কহে না,
এ ছলনা আর, প্রভু, সহে না সহে না;
শ্রান্ত চরণ, আর দেহ যে বহে না,
(আজি) ভাঙ্গিয়াছে ঘুমঘোর, এসেছি ফিরিয়ে।

সিন্ধু-খাম্বাজ-আড় কাওয়ালী।