স্কেচ এবং ক্যানভাসবিষয়ক

ক্যানভাস আমার সবচেয়ে প্রিয় ছিলো
সবুজ রাত্রে আমি একাকী জ্যোৎস্নার মতো
টেনে যেতাম নিখুঁত তুলির ছোঁয়া
সহস্র বিনিদ্র রাত আমার সুকর্ণ ক্যানভাসে আঁটা

য্যামোন বুকের ভেতর স্মৃতির পোস্টারগুলো
এঁটে আছে অন্যরকম স্নেহের টানে, স্পর্শে।
ক্যানভাসে স্কেচ এঁকে একদিন কেটে যেতো দিন
কেটে যেতে রম্য রাত- আমার শুধু ক্যানভাস ছিল।

এখন ক্যানভাস আমি দেখি না আর
ক্যানভাসে স্কেচ দেখে আমি নিহত ইচ্ছার মতো
মরে যাই আত্মার অনুর্বর ক্ষেতে; যেহেতু
প্রকৃত ক্যানভাস ছিলো আমার নির্জন হৃদয়।

ক্যানভাসে স্কেচ দেখে আমি চিৎকার করি
আমি ফিরে যেতে চাই সেই সব বিনিদ্র রাতে।

আমার প্রকৃত ক্যানভাসে তোমার স্কেচ আঁকা ছিলো
অথচ তুমিই থাকেনি আমার হয়ে।

(২২.১.১৯৭৪)