চোখে চোখে মিলন হ’লে
মুখে ফোটে হিরণ হাসি!
শিউলি ফুল আর ভোরের তারার
মতন ভালোবাসাবাসি!
যদি সে কথা না কয়,
না যদি হয় পরিচয়
তবুও নিতান্ত আপন
গোপন প্রাণের কিরণ-রাশি।
চোখে চোখে মিলন হ’লে
মুখে ফোটে হিরণ হাসি!
শিউলি ফুল আর ভোরের তারার
মতন ভালোবাসাবাসি!
যদি সে কথা না কয়,
না যদি হয় পরিচয়
তবুও নিতান্ত আপন
গোপন প্রাণের কিরণ-রাশি।