দুধে আল্‌তা

এই দুধ-পাথরের বুকে রাখ
রক্ত-কমল পা’ দুটি,
এস দুধ-পাথারের লক্ষ্মী! এস
ক্ষীর সাগরের পদ্মটি!

এস মূর্ত্তি ধ’রে নয়ন ‘পরে
আশৈশবের কল্পনা!
এই শূন্য ঘরে পড়ুক আজি
আল্‌তা-পায়ের আল্‌পনা!

ওগো পাথরের এই ঠুন্‌কো থালায়
চরণ রাখ, নেইক ডর;
এই নিটোল পাথর অটল আদর
ঠুন্‌কো হ’লেও সইবে ভর!

যারে বইতে কভু হয়নি ক’ ভার
তোমার ভার সে বইবে গো,
এই ইচ্ছা-সুখের হাল্‌কা বোঝা
অনায়াসেই সইবে গো!

দুধে ভিজিয়ে তোলো ঘুঙুরগুলি
পায়জোরে জোর বলবে না,
ওগো নইলে পরে দশের ঘরে
মিলন-আশা ফল্‌বে না!

তুমি ভরা ঘটের ভার নিয়েছ,
আমের কচি ডাল তাতে,
ওগো বিধির বরে নূতন ঘরে
মিলাও দুধে আল্‌তাতে!