কপোত! উড়িয়া যা রে শুভ্র পাখা মেলি’
প্রচ্ছায় মেঘের নীল ঘন পক্ষ-তলে,
ডুবে যা’ মিশে যা’ তুই সুখে কর কেলি
অঙ্খলিত পরিণত বৃষ্টি বিন্দু-দলে।
পাণ্ডুর তালের শ্রেণী হোক রোমাঞ্চিত,
ভয়ে পাংশু হোক ধরা; কিবা ক্ষতি তায়?
আছে যার উড়িবার সোয়াদ বিদিত
উড়িবে সে না ভরিয়া বজ্র-বেদনায়।
নয়ন জুড়ায়ে দেবে নব নীলাঞ্জন,
পাওয়া যাবে সারা দেহে চকিত পরশ;
শিহরি’ বাদল হাওয়া দিবে আলিঙ্গন
অঙ্গে অঙ্গে সঞ্চারিয়া অমৃতের রস!
ভবন-বলভী-তলে এ হেন সময়ে
কে রহিবে সুপ্ত, হায়, নব-মেঘোদয়ে!