মোহন মুহুমুহু কেন সখী চায়?-
মানা ক’রে আয়!
(আমি) পরাণ ভরি নারি দেখিতে যে তায়,-
লাজে মরি, হায়!
গুপ্ত আরতি মম গোপনে সে রাখি রে,
সে এসে চাহিলে মুখে বসনে সে ঢাকি রে!
নয়ন-মন মম তবু তারি পায়!
মোহন মুহুমুহু কেন সখী চায়?-
মানা ক’রে আয়!
(আমি) পরাণ ভরি নারি দেখিতে যে তায়,-
লাজে মরি, হায়!
গুপ্ত আরতি মম গোপনে সে রাখি রে,
সে এসে চাহিলে মুখে বসনে সে ঢাকি রে!
নয়ন-মন মম তবু তারি পায়!