পারিজাত

এ পারে সে ফুট্‌লো নারে ফুট্‌ল না-
ও পারে যে গন্ধে করে মাত;-
ও পারে যার রূপ কখনো টুট্‌ল না,-
নামটি- ও যার নামটি পারিজাত!

এ পারে তার গন্ধ আসে উচ্ছ্বাসি’,-
মুগ্ধ হিয়ায় হাওয়ায় মেলি হাত;
ও পারে তায় মাল্য রচে উর্ব্বশী,-
স্বপন-মাখা মৌন আঁখিপাত!

স্বৰ্গ-ভুবন মগ্ন-গো তার সুগন্ধে,
ফুটেছে সে মন্দারেরি সাধ;
ইন্দ্র তারে বক্ষে ধরে আনন্দে,
অনিন্দ্য সে পারের পারিজাত!

এ পারে তায় হরণ ক’রে আনবে কে?-
মৃত্যু-সাগর করবে পারাপার?
তাহার লাগি’ বজ্রে কুসুম মানবে কে?-
স্বর্গে হানা দিবে বারম্বার?

ঐরাবতের মাথায় অসি হান্‌বে কে?-
প্রিয়ায় দিতে পারিজাতের হার?
পারের পারিজাতের মরম জানবে কে?
কে ঘুচাবে প্রাণের হাহাকার?

এ পারে কি কল্পনাতেই থাক্‌বে সে!-
নাগাল তারে পাবে না এই হাত?
সোনার স্বপন- মরণ শেষে ঢাক্‌বে সে,
চির সাধের পারের পারিজাত!

==================================================
[নিম্নের এই কবিতাটি কবি শিরোনামহীণ রেখেছেন এবং তা সূচীপত্রেও যোগ করেন নাই]
*
**
জোটে যদি মোটে একটি পয়সা
খাদ্য কিনিয়ে ক্ষুধার লাগি’,
ছুটি যদি জোটে তবে অর্দ্ধেকে
ফুল কিনে নিয়ো, হে অনুরাগী।

বাজারে বিকায় ফল তণ্ডুল
সে শুধু মিটায় দেহের ক্ষুধা
হৃদয়-প্রাণের ক্ষুধা নাশে ফুল
দুনিয়ার মাঝে সেই তো সুধা।
-মহম্মদ।
**
*