স্বপন যদি সত্যি সফল হয়!
(তবে) তোমায় আমায় এই যে প্রণয়
আবার হবে মধুময়!
জগৎ যদি ফিরায় আঁখি
তবু আমি ভরসা রাখি
হ’ব সুখী, ফিরবে সুদিন,-
হৃদয় আমার কয়!
কবি হেলাল হাফিজের অকাল প্রয়াণে আমরা শোকাহত।
স্বপন যদি সত্যি সফল হয়!
(তবে) তোমায় আমায় এই যে প্রণয়
আবার হবে মধুময়!
জগৎ যদি ফিরায় আঁখি
তবু আমি ভরসা রাখি
হ’ব সুখী, ফিরবে সুদিন,-
হৃদয় আমার কয়!