পরাধীনতা

অভিজ্ঞতার জন্য সবার অন্তত এক বার
নির্বাসনের জীবন ভোগের প্রচণ্ড দরকার।
পরাধীনতার কিছু না পোহালে স্বাধীনতা কী জিনিস
কী করে বুঝবে, কেই বা বুঝবে! মর্যাদা দেবে কেন!

স্বাধীনতা পেতে লড়াই করছি শৈশব থেকে প্রায়,
আমি বুঝি এর গভীর অর্থ, আবশ্যকতা কত।
জীবন দেখেছি বলে প্রাণপণে জীবন ফেরত চাই
অনেকের মতো নাহলে নিতাম পরাধীনতায় ঠাঁই।

স্বাধীনতা ভোগ যারা প্রতিদিনই করছে জানেনা এর
আসল মানেটা আসলে খুবই সামান্য কিছু কি না।
পরাধীনরাও গৃহস্থঘরে মরে পচে গলে যায়,
সারাজীবনেও জানতে পারেনা কী যে তারা অসহায়।

যুদ্ধ করেই বোঝাতে চাইছি যুদ্ধ করতে হয়,
স্বাধীনতা চাই সবাইকে দিতে, কেবল আমাকে নয়,
নিজে না ভাঙলে, নিজের শেকল কেউই ভাঙেনা এসে,
প্রয়োজনে পাশে মানুষ কোথায় দাঁড়াবে যে ভালোবেসে!

ধর্মতন্ত্র আমাকে ফাঁসিয়ে মিথ্যেকে দিল জয়
লক্ষ নারীকে পুরুষতন্ত্র বন্দি করেছে ঘরে,
বিক্রি হচেছ শত শত লোক ধনতন্ত্রের কাছে
স্বাধীনতা আজ দুর্লভ খুব দুর্ভাগাদের দেশে।