একা হওয়ার নিজস্ব ভঙ্গি

নিজের আঙুল কামড়িয়ে রক্ত ঝরাবো
তবু আমি একা হবো
তোমার সঙ্গ যতোটা মধুর
তারও চেয়ে বিষণ্ণ বড়ো
পাহাড়ের তলপেট-ভরা এ জলজ পরিভ্রমণ
আমাকে দিয়েছে যেন চোখভরা জলের অতল
যেখানে আমার মৃত্যু-শ্যাওলার আহ্বান
নিয়ে যায় তোমার একান্ত তৃষ্ণায়
যদিও আমি বাঁচি, তবু যেন মৃত্যু হয়
আমার সকল ইচ্ছার
তোমার জীবন-সঙ্গীনামী বন্ধনের কাছে
আমি আজ নিজ ভুলে নিজে একা।

তোমরা দু’জন পাহাড় আর নদী
আমি একা
তোমাদের মাঝে আছি তবু একা
তোমাদের সাথে আছি তবু একা
তোমাদের হ্যাভারসেকে আছি তবু একা
তোমাদের ভালোবাসায় আছি তবু একা
তোমাদের মেজাজ-মর্জিতে আছি তবু একা
তোমাদের ঝুলন্ত ব্রিজে আছি তবু একা
তোমাদের তারাগোনা ব্যাকলনি আছি,
তবু একা

এ আমার একা হওয়ার নিজস্ব ভঙ্গি
নিজের আঙুল কামড়িয়ে রক্ত ঝরানোর সাধ।