আমি আছি, স্বাধীনতা

আমি আছি টগবগে সেই তরুণ প্রতাপ
নদীর ধারা রক্তঝরা, বুলেটের প্রতিবাদ
শিশুর শুদ্ধ হামাগুড়ি কোনো যোদ্ধার প্রিয়
অস্ত্র মুখের হাসি, আমি আছি।

আমি আছি ভোর আলতো-ঘাসে নগ্ন পায়ের
চিহ্ন-আঁকা মায়ের একুশ, অশ্রু-নক্সা বোনার গাথা
স্বচ্ছ-শ্যামল বর্ণ-খুকির মুখেই প্রথম শপথ ধ্বনি
স্বদেশ-ভূমি, স্বাধীনতা।

আমি আছি সেই চিমনির-ঘাম
বাহুর পেশী, উজ্জ্বল ওঠা-নামা
সূর্য-সবুজ উড্ডীন এক রক্তিম পতাকা
পাখির মুক্ত চঞ্চুর-চাবি, প্রকৃতি ভাষায় রুদ্র
আমি আছি, আমি আছি ক্ষত্রিয়।

আমি আছি সেই কিশোর হাতের সরল আগুন
ফাগুন মাসের পদ্যলিপি, শোষণ-মোচন
পরিত্রাণের সুঠাম পুরুষ, জেলে পাড়ার নিধন জেলে
চলছে দেখো উজান মুখে
ধলার ঘাটের দীপ্ত কৃষক সবীর আলীর
মরচে পড়া-লাঙল ফলা ডাকছে কাছে
সীমাহীন এক স্বপ্নভূমি, আপন শস্য বীজের আশা
আমি আছি, স্বাধীনতা।

আমি আছি শেখ মুজিবের বজ্রকণ্ঠ
তর্জনীতে ঢেউ জাগানো ৭ই মার্চ
একাত্তরে ভাগীরথীর নির্যাতনের আঁধার গুহা
কাঁদছে আজও রক্তমাখা জিপের রশি, স্বদেশবাসী
আমি আছি, স্বাধীনতা।

আমি আছি এক পূত-প্রেমের মোহন প্রকাশ
সত্য-সাহস আলিঙ্গনের ঢেউ
বিজয়-উত্তর আনন্দ উচ্ছাসের ব্যথা
আমি আছি, স্বাধীনতা।