বরফ-দাসত্বের কবিতা

চমকে, ঠমকে, ধমকে জাগে

দাসত্বের ঘুমন্ত নূপুর- গড়িয়ে
গড়িয়ে আসে ঘাম, আঙুলের প্রান্তদেশে
বরফের গলিত ধারা যেন
হিম-যুগ শেষ করে নামে হিমালয়,

তবুও বরফ-দাসত্বের দুঃখ, গলে না কখনো।