গৃহপালিত পদ্যেরা- দুই

চুক চুক চুক চুক
বেড়ালের মতো আমার গৃহপালিত
পদ্যগুলোকে ডাকি
অদৃশ্য শেকল পরাইনি তাদের পায়ে
পিঞ্জরে রাখিনি টিয়ার ভাষা
ওরা কেউ আসে দুধভরা বাটির স্বচ্ছ-জ্যোৎস্নায়
অথবা ভোরের কুয়াশা-খিরশায়
কেউ আসে সভ্যতার বিদগ্ধ অ্যান্‌টেনা হয়ে
সাগরীয় মৎস্যের লাফে
আবার কেউ আসে মাতৃ-রক্তের গর্বিত ওলানে!

চুক চুক চুক চুক
আমার গৃহপালিত পদ্যগুলোর
পশমে রাখি হাত
ওরা কেউ বুজে নেয় চোখ কয়লার রঙে
আমার আঙুলের একান্ত বিলিকাটার অনুভবে
এবং দোলায় পঙ্‌ক্তির অগ্রভাগ আনন্দে কি বিষাদে
অথবা শব্দময়ী ঘড় ঘড় ঘুঙুরের বিলাসী তালে
আবার কেউ তোলে দীপ্ত থাবা লুক্কায়িত শস্য-নখরে
দিতে চায় সামাজিক সাম্যের সজল আঁচড়!

চুক চুক চুক চুক
আমার গৃহপালিত পদ্যগুলোকে ডাকি।