জলবনসাই

তিনটে জলবনসাই তোমার ঘরের টবে
জেগে আছে প্রেম-উদ্ভিদ প্রাণে
মুমূর্ষ একটির প্রাণ এখনো মৃদু জীবনের চোখে
তোমার হৃদয়-ড্রইংরুমে
বাকি দু’টো পল্লবিত প্রেমের আনন্দ পাতায়
ইচ্ছের তৃষ্ণা আঁকে তোমার সবুজের ঘরে
আমি শুধু দেখে যাই
জলহীন জলবনসাই, অনিন্দ্য প্রতিভূ যার চেনা
তাকে ঘিরে সত্য-প্রতিমা কোথায়
জেগে ওঠার মেঘ-মাল্লার
জল-আলোর মুহু মুহু কলধ্বনি শুনে
ফিরে কি পাবো তাকে প্রাণে, পাবো প্রেমে
আহ্লাদী হাতের ছোঁয়ায়?

দুটো বনসাই হেসে খুন
ঘরেতে ফোটায় অভ্যস্ত-প্রেম
বাকীটার মর্মবেদনা কে শুনবে বলো?

তিনটে বনসাই এখনো পাশাপাশি থাকে
একটি মুমূর্ষ রোদনের জলহীন নিয়তির তলে!