কম্পন শ্বাসরুদ্ধতার

হাতের কম্পন ভয়ে শ্বাসরুদ্ধ করে
ক্যামেরা ধরলাম
শার্টার স্পীড নামিয়ে দিয়েছি দু-এ
তবু তুমি কাঁপবে না জানি
তোমার স্থির চিত্রে, স্থির বিশ্বাসে
আউট অন ফোকাস হবে অন্যসব
অন্য হেজি হেজি দূরের মানুষ
কি নিখুঁত তোমার ছবি দেখে নেবে নির্ভুল সাজ-রূপে
সাদা কামিজের নীল ল্যাস, ট্রান্সপারেন্ট
জুতো জোড়ার আঙুল
কেমন নেইল-পলিসহীন চক চক
আমাকেও যেন তাকিয়ে আছে
ভালোবাসাহীন তোমার স্থির চিত্র নিয়ে।

তবুও আমার হৃদপিণ্ডের লেন্স শোভিত ক্যামেরা
পুনরায় কেঁপে উঠবে তোমার রূপ আর
প্রেম-অধরার কৌশলে
শ্বাসপতনের অনিবার্য উষ্ণতার শব্দে।
তবে তোমার স্থির চিত্র কখনোই বাতিলযোগ্য হবে না
আমার ভালোবাসার আলোহীনতার এ্যাপার্চারে।