প্রেমদ্রোহী

তোমার পায়ের পাতা গিনি সোনার পাত
দৃষ্টি-সৌন্দর্যের চোরাচালানিতে এসে
আমি তার শুল্ক দিইনি,
এই প্রেমদ্রোহিতার জন্যে-
তুমি ক্ষমা করে দিও

দেশে দেশে অপ্রেম ভোগের শুল্ক
দিয়ে যায় বার বার
তোমার দেহের শুল্ক ওরা,
কড়িতে কড়িতে পূর্ণ করে
সামাজিক অশ্লীল পূর্ণতায় ভরে তোলে তোমাকে
আমি সৌন্দর্য-চোরা কবি,
দৃষ্টির চোরাচালানিতে এসে
তোমার চুলের শুল্ক, চোখের শুল্ক
এবং পায়ের শুল্ক প্রতিবার ফাঁকি দিয়ে যাই।

আমি প্রেমদ্রোহী প্রেমিক কবি
কবিতার পঙক্তিতে তোমার সৌন্দর্যের-
চোরাচালানি ছাড়া, আর কিছুই জানি না।