তোমাকে পাবার আগে

তোমাকে পাবার আগেই হারিয়ে ফেলি
তারপর আবারো খুঁজি দিব্যদৃষ্টির আলোয়
কখনো শব্দরূপে, কখনো অলীক আসনে
তোমাকে খোঁজার ব্যঞ্জনা
আমাকে আরো দূর এগিয়ে নেয়
সূর্যাস্তের আরো আগে
অথবা সূর্যোদয়ের আরো কাছে
তোমার হারিয়ে যাওয়া,
প্রীত হয়েছে কি না? কোনো স্থলে
কিংবা জলে তোমার হারানোর সীমা,
লিপিবদ্ধ হয়েছে কি না? এই সব
রঙধনু রঙ দিব্যদৃষ্টির পথে
সেতু হয়ে আমাকে পারাপার করে।

তোমাকে পাবার আগে আমি হারিয়ে ফেলি
তারপর আবারো খুঁজি দিব্যদৃষ্টির আলোয়।