জামী

অনির্বাণ সে আলোক, জ্বলে যে রাত্রির শামাদানে
অতন্দ্র সহস্র দীপ জ্বেলে যায় প্রাণাগ্নিতে তার,
নিজেকে নিঃশেষ করে যে ঘুচায় রাত্রির আঁধার
সত্যান্বেষী প্রাণ যার ঘূর্ণীঝড়ে, রাত্রির তুফানে।
তুমি সে প্রেমিক সুফী, নিষ্কম্প প্রাণের প্রতিদানে
জাগায়েছো এ মাটিতে রশ্মিকণা নবী মুস্তফার
(যে আলোকে পরিপূর্ণ ব্যক্তি আর সমাজ সত্তার
পূর্ণাঙ্গ জামাত চলে সুসম্পূর্ণ সত্যের সন্ধানে)।

তোমার গানের সুরে মুগ্ধ আজ অসংখ্য হৃদয়
জেনে গেছে ‘মুহম্মদ মুখবন্ধ এ বিশ্বগ্রন্থের’
দেখে গেছে মুগ্ধ চোখে সৌন্দর্যের সমুজ্জ্বল পথ।
প্রেমিক আশিক তুমি অফুরন্ত তোমার সঞ্চয়
ভাবের সমুদ্র থেকে দিল এনে বাণী এ সত্যের,
দীপ্ত তুমি কাব্যালোকে, তুমি শ্রেষ্ঠ নবীর উম্মত৷।