অজ্ঞানামা এ কোন স্থানে

এ আমি কোথায় এলাম, এ কোন স্থানে!
মরা চোখে মরে ছবি নিরাশার মধ্যাহে
ডানা ভাংগা গাংচিল খোঁজে নীড়
সবুজের বুক জুড়ে জেগে আছে কান্নার ঝড়।
শালিকের ভেজা ঠোঁটে কাঁপে সুর বেদনার
ঝরাপাতা ধুয়াশায় মালা গাঁথে একাকী।

কিশোরী ব্যাকুল এক ধূসর চোখে
খুঁজে ফেরে ফেলাঘরে পুতুলের বিয়ে
খেলনা টিনের, রঙিন কাগজ, পাতা-বাঁশী
দুব্ঘাস জোনাকী। বুঝি তার জীবনের খেলাঘরে
একাকী তেমনি খুঁজে ফেরে সবুজ পাতার হাসি।

এ আমি কোথায় এলাম অচেনা পথে
যে পথ চেনা ছিলো গভীর বিশ্বাসের মতো
আপন হৃদয়ের মতো। সে পথ সহজেই
বিপথে হারিয়ে গ্যালো মরুভূমির মাঝে
একটি সোনালি সবুজ গ্রাম অসংখ্য কান্নায়
বিভক্ত হয়ে গ্যালো। সহজ হাসিগুলো রাতারাতি
করুন কান্না হয়ে গ্যালো মাত্র কটা দিনে।

এ আমি কোথায় এলাম চিরচেনা- অচেনা স্থানে।

(২৮.১২.১৯৭৩)