অমৃত

( এ. মুখার্জী এণ্ড কোম্পানী লিমিটেড, ১৯০৯ )

কবি রজনীকান্ত সেন এর একটি কাব্যগ্রন্থ যা ১৯০৯ সালে কলকায় প্রকাশিত হয়। গ্রন্থটি এ. মুখার্জী এণ্ড কোম্পানী লিমিটেড, কলকাতা থেকে প্রকাশিত হয় যার প্রকাশক ছিলেন অমিয়রঞ্জন মুখোপাধ্যায়। মুদ্রক ছিলেন পরেশচন্দ্র চ্যাটার্জি, মডার্ণ আর্ট প্রেস, ৬ বেণ্টিক স্ট্রীট, কলকাতা। গল্পচ্ছলে ও সরল ভাষায় বালক-বালিকাদেরকে নীতিশিক্ষা দেওয়ার উদ্দেশেই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। বিখ্যাত 'স্বাধীনতার সুখ' কবিতাটি এই কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কাব্যগ্রন্থে কৃতজ্ঞতা সহ মোট ৪৯টি কবিতা রয়েছে।

সূচীপত্র