জ্যামিতিক বেদীর মতন

আকাশ কি জ্যামিতিক বেদীর মতন!
ক্ষমাহীন,- প্রয়োজন কি বিধাতার মন?
সব কি হারায়ে যাবে কুয়াশায়- হিমে
এক দিন নিস্তব্ধ অন্তিমে?-

এ-বিশ্বের কুয়াশায়- হিমে
যদিও হারায়ে যাবে নিস্তব্ধ অন্তিমে

কালই তুমি;- তবু আজ হেমন্তের পাখি-স্নিগ্ধ রাতে
দিও না ক’ হৃদয়েরে জ্যামিতিক আঁধারে হারাতে।