রাত্রি যেন অন্ধকার জল

চারি-দিকে রাত্রি যেন অন্ধকার জল
উষ্ণ সমুদ্রের জল- নিম্ন- সূর্যহীন
নিম্ন সমুদ্রের শান্ত মর্মর আহ্বান যেন দেহ এই
চারি-দিকে সমুদ্রের লতা, মণি, মীন
হৃদয়ের উদ্যমের নাহি ক’ প্রবেশ
স্তব্ধ, নীল,- মৌমাছি-উত্তেজিত দেশ

এখানে ফুরায়ে গেছে পুরুভুজ রন্ধ্রের ভিতর
এইখানে আসে না ক’ ধূসর সময়
পালঙ্কেরে কোনও লুপ্ত পৃথিবীর
ময়ূরীর মতো মনে হয়
চারি-দিকে লুপ্ত সোনা- মৃত লিপি- বিস্মৃত আঘ্রাণ
থেকে-থেকে পায় যেন রূপসির প্রাণ

কত শত শতাব্দীর আগে কত নাশপাতিফল
ফলেছিল কোথা যেন,- পৃথিবীতে স্মৃতি তার আছে
ব্যর্থতায় অবসন্ন (কোনও এক) কবির হৃদয়ে
এইখানে আজও তাহা ধূসর নিদ্রার ঘ্রাণে ফলিতেছে গাছে
আছে সব;- এইখানে কোনও প্রেম পায় না ক’ ক্ষয়
নাশপাতি-ঘ্রাণ কত নিশি কত রূপসির মতো মোহময়।