বাগেরহাট

বাঘের অথবা বাগানের হাট তা নিয়ে তর্ক আছে,
মানুষের হাতে আবাদ হয়েছে এই কথা চিরায়ত।
অরন্য আর পলিমাটি তীরে পাথরের কারুকাজ,
মেঝে, গম্বুজে, খিলানে, খুঁটিতে দূরাগত প্রস্তর,
বিস্মিত করে স্বাভাবিক মন, বিস্ময় জাগে বোধে

আর সে সুযোগে অতিলৌকিক কাহিনী গজায় ডানা,
মানুষের কাজ, অবদানগুলো রটে জ্বীনদের নামে।।

এক জ্বীন সে তো বেহেস্তি মিনা, আর কোনো জ্বীন আছে?
পিরামিড তবে কোন জ্বীনদের কাজের নিদর্শন?
অথবা কুতুব, চিনের দেয়াল কিংবা তাজমহল?
কোন জ্বীন এসে তৈরি করেছে বুড়িগঙ্গার সেতু?
পৃথিবীর সব নির্মানে মাখা শ্রমিকের তাজা ঘাম,
মানুষের মেধা, পেশীর সাহসে এই সভ্যতা গড়া।

এদেশের জ্বীন কেরুর বোতলে বন্দি হয়েছে সব।।

০১.০৬.১৯৯৫ মোংলা বন্দর