আছি মন, কবিতার সর্বাঙ্গে

তুমি কাকে আহ্বান করো
কাকে বা সরিয়ে দাও দূরে
কোনটা মনের টান
কোনটা বা শরীরের
পাশ ছুঁয়ে মনে যায়,
মনে যাওয়া
মন ছুঁয়ে দেহ-পাশে?
তবে দেহের ভঙ্গি কি মনে?
তা দেখে গ্রন্থের চোখ
অক্ষরের উড়ন্ত বিলাস খোঁজে
দেহজ-মেধার বিকল্পে
পূর্ণ করে তোমার মহিমা
কিন্তু রহস্যের দুয়ারে তোমার ঠোঁট
কি করে আমি তবে দেহ-পাশে যাই?
মন-পাশে কতজনা?
মনকে পেছনে ফেলে তোমাকে রচনা হয় না
তাও যদি এক মনে, এক অঙ্গে, একক ধ্যানে।

যদি তুমি ডেকে নাও দেহ-মন এক সাথে
একক আহ্বানে
তবে রচনা করবো আমি কবিতার বর্ষণকাল
আর মেঘে মেঘে বলে যাবো
আমি আছি, আছি মন, আছি দেহে
কবিতার সবুজ সর্বাঙ্গে।