গাধা-শব্দ এবং ভালোবাসা

ভালোবাসার আরেক নাম গাধা
তুমি ভালোবেসে গাধা হ’তে চাও না কখনো
আমি হব সেই গাধা,
তোমার একপক্ষ ভালোবাসার গাধা।

অপমানের সকল বোঝা এবার
তুলে দাও তার সহিষ্ণু পিঠে
তোমার নামে উচ্চারিত এ ভুল শব্দটি
ছুড়ে দাও তার দিকে
শুধু তুমি সওয়ারী থেকো
পারস্যের হোজ্জা কি তবে গাধা ছিলো
না গাধাই ছিলো তার একান্ত বাহন
গাধার সওয়ারী কি তাই গাধা হ’তে পারে?

ভালোবাসার বোঝা বহনকারী এ গাধা
তোমাকে দেখলে দাঁড়িয়ে যায়
শ্রদ্ধায় নত করে মাথা, কান দু’টো নাড়ে
প্রভুত্ব স্বীকার করে থাকে চিরকাল
শুনে না কেউ তার তৃষ্ণার ডাক
তবু কেন তার ব্যথার ডাককে অপমান বলো
আপন ব্যক্তিত্বে কেন মিছে টেনে নাও সুতো?

গাধার ডাকতো গাধারই মতো সকলেই মানে
তবু গাধা ভালোবাসা জানে।