বিবর্ন ইথিওপিয়ার কালো ছায়া স্বদেশের মুখে

(৭৪-এর খরাগ্রস্ত ইথিওপিয়ার উদ্দেশ্যে)

ইথিওপিয়ার ক্লিষ্ট পাণ্ডুর বৃদ্ধর মুখে
যে হতাশার কালো ছায়া ক্রমান্বয়ে
সমগ্র বিশ্বের মুখে ছেয়ে গ্যাছে
তারই পাশাপাশি আমি বাঙালি যুবক এক
স্বদেশে আর এক ইথিওপিয়া দেখছি।

এ মাটিতে আজো বর্ষার ভালোবাসা আছে
নদীতে জলের লোনা নিঃশ্বাস আছে
তবু ইথিওপিয়া স্বদেশে স্বজনের বুক
তবু ইথিওপিয়া যুবকের চোখে
তবু ইথিওপিয়া এদেশের সর্বত্র।

নিহত ভবিষ্যৎ সমুখে জেনেই
আমি স্বদেশের ইথিওপিয়া থেকে
দু’টি হাত কোরেছি উঁচু বিশ্বাসের
হে ইথিওপিয়া খরোত্তপ্ত ইথিওপিয়া
সাত কোটি মুখে আমার তোরই করুণ ছায়া।

ক্ষুধার খররদে বিবর্ণ স্বদেশের মুখ
খরার আগুনে পোড়ে ইথিওপিয়া।

কোথাও কোনো ঠাঁই নেই জেনে
ক্ষুধার্ত মাটিতে জ্বালি ঈশ্বরের অন্তিম চিতা।

(২৮.৩.১৯৭৬)