মৃত মাছেদের শরীরের খোঁজে

দাঁড়িয়ে তোমাকে থাকতেই হবে এ-গাঢ় দুঃসময়ে।

এলিয়ে পড়তে চাইবে শরীর আলস্য-সন্ত্রাসে,
চোখের সামনে চমকাবে এসে বিবমিষা-তরবারি,
দোজখের ঝানু দারোগা তোমাকে দ্যাখাতে চাইবে পথ-
দাঁড়িয়ে তোমাকে থাকতেই হবে প্লাবনের দিকে ফিরে।

পাতা ঝ’রে যাবে, ফুল ফুটবে না, শিকড়ে শুকোবে জল,
এলোমেলো পায়ে শিশু হাঁটবে না, আলো জলবে না ঘরে।
ঘোলাটে কুয়াশা জাল মেলে দেবে মগজের কোষে কোষে।

পুষ্টিহীনতা ঝাঁপিয়ে পড়বে সফেন নদীর দেহে,
দুইকূলে জেগে উঠবে বিষদ শূন্যতা-বালুচর।
স্রোত থেমে যাবে, পথ বদলাবে অতিথি পাখির ঝাঁক
মৃত মাছেদের শরীরের খোঁজে আসবে মাছি ও কাক।

আবেগে বাড়ানো বন্ধুর হাতে অবিশ্বাসের চাকু

দেখবে শোভন মুখোশের নিচে এক জোড়া বিষ দাঁত।
আধারের পোকা কুরে কুরে খাবে মাংশ, মজ্জা, ঘিলু,
সুদীর্ঘ রাতে কাছে থাকবে না প্রিয় আগুনের আলো-

দাঁড়িয়ে তোমাকে থাকতেই হবে তবু এ-দুঃসময়ে,

পাতা ঝ’রে যাবে, শিশু হাসবে না, নদী ঢেকে যাবে চরে,
মৃত মাছেদের শরীরের খোঁজে মাছিরা আসবে ঘরে।।

(১২.১১.১৯৯৬ রাজাবাজার ঢাকা)