স্বপ্নেরা মরে না

চারিদিকে ইতস্তত কার্ফু,
বিক্ষিপ্ত ব্লাক আউট-
অজস্র বুটের জিঘাংসা,
অথচ তারি মাঝে আমার
স্বপ্নের শাখায় অসংখ্য পুষ্প।

হঠাৎ এক ঝাঁক তাজা বুলেট
রক্তাক্ত করে দিয়ে আমার দেহ
হৃদ্পিণ্ড ভেদ করে চলে যায়।
অসহ্য যন্ত্রনায় লুটিয়ে পড়ি
প্রানপন চেষ্টা মৃত্যুর
কাছ থেকে নিষ্কৃতি পাবার।

ক্ষুব্ধ বেয়োনেটের সম্মুখে আমি
ঝড়ে ভাঙ্গা পর্নকুটির বিপর্যস্ত,
মৃত্যুর আগে শেষ প্রত্যাশার
অকুন্ঠ ভিড় প্রানের দ্বারে বেঁচে থাকার-

কিন্তু কি আশ্চর্য! স্বপ্নের ফুলগুলো হাসছে-
একটি বুলেটও স্পর্শ করেনি ওদের।
আমার বুক থেকে ঝরছে অজস্র শোনিত,

আর ওরা ক্রমান্বয়ে হচ্ছে আরো উজ্জ্বল।
আমার রক্তের প্রতি কনা
ওদের আরো দীপ্তিময় করছে
প্রদীপ্ত ভাস্করের মত।

ওরা ছড়িয়ে পড়ছে আমার বুক থেকে
সহস্র কোটি হৃদয়ে ঝড়ের হাওয়ায়।