একই সাপের দুই মুখ

একতার লোহার বাসরে আজ ঢুকে গেছে
মনসার সাপ,
ছোবল দিয়েছে বুকে সুতানালি বিরোধের ফনা।
আন্দোলন বেহুলার স্বপ্নাহত জীবনের মতো
থুবড়ে পড়েছে মুখ,
তৃতীয় বিশ্বের এই পাতানো খেলার মাঠে।

এইখানে মনসা ও চাঁদ বেনে একই স্বভাব,
একই মুদ্রার তারা এপিঠ ওপিঠ।
যে সব পুতুল নাচে এদেশের মঞ্চে মঞ্চে,
সড়ক ও মিছিলের আগে,
তাদের সবার সুতো নাড়ে চাড়ে দূরে-বসা একই আঙুল।

লখিন্দর মানুষের বিষে নীল জীবন যখন
যন্ত্রনায় অসহ্য অস্থির, ঝাঁপিয়ে পড়তে চায়
মনসার সাপের উপর,
চাঁদ বেনে সামনে এগিয়ে আসে নিপুন মুখোশে।

না ডান, না বামকুল, কোনো কূলে কখনো ভেড়ে না,
বেহুলা-স্বপ্নেরা শুধু ভেসে যায় উদ্দেশ্যবিহীন-
কষ্টের ভেলায় চড়ে মৃত সব দীপ্ত লখিন্দর
দেখে যায় জীবনের বাঁকে বাঁকে নানান রঙের
সাজানো উজ্জল সব প্রতারনা, ভুল ব্যাকরন।

এইখানে বিরোধী ও মসনদী একই সাপের দুই মুখ।।

০১.১০.১৯৯১ রাজাবাজার ঢাকা