আমি কী রকম ভাবে বেঁচে আছি

( কৃত্তিবাস প্রকাশনী, ১৯৬৬ )

সুনীল গঙ্গোপাধ্যায়ের কাব্যগ্রন্থ যা ১৯৬৬ সালের মার্চ মাসে (বাংলা চৈত্র, ১৩৭২) কৃত্তিবাস প্রকাশনী থেকে প্রথম প্রকাশ করেন শরৎকুমার মুখোপাধ্যায়। সর্বমোট একাত্তরটি কবিতার এই বইটি উৎসর্গ করা হয় সমীর রায়চৌধুরী-কে। প্রথম সংস্করণে এই গ্রন্থটির প্রচ্ছদশিল্পীর কোন নাম উল্লেখ নেই। দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় বিশ্ববাণী প্রকাশনী থেকে বাংলা ১৩৭৯ সালের জ্যৈষ্ঠ মাসে এবং এই সংস্করণটিতেও প্রচ্ছদশিল্পীর নাম উল্লেখিত হয় নি।

সূচীপত্র