কবিতা

বাংলা কবিতার আর্কাইভ যেখানে দেশাত্মবোধক, প্রকৃতি, প্রেম, রম্য ছাড়াও বিভিন্ন ধরনের কবিতা পাওয়া যাবে।

চৈত্র হাওয়ায়

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • কবিতা, রূপক

এই চৈত্র হাওয়ায় চেতন পাওয়া মন্দ নয়,- যখন চাঁদের আলোর অঙ্গ ব্যেপে চন্দনেরি গন্ধ কয়! স্বর্ণ চাঁপার সুপ্ত মুখে চুমার অঙ্ক আঁক্‌তে সুখে যখন আনন্দেরি অশ্রুজলে আঁখি খানিক অন্ধ হয়বিস্তারিত

কেন

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • কবিতা, রূপক

আজি গোলাপ কেন রাঙা হ'য়ে উঠ্‌ল প্রভাতে! হাজার ফুলের মধ্যিখানে নূতন শোভাতে! পক্ষ্মঘেরা আঁখির পাতে স্বপন লেগেছিল রাতে, চাঁদ বুঝি তায় চুমেছিল নিশির সভাতে! তাই সে অধর কাঁপ্‌ছে, বুঝি স্বপ্নে পাওয়া পরশ খুঁজি'! অরুণ হ'য়ে উঠ্‌ছে সে কার পরাণ লোভাতে!বিস্তারিত

তাই

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • কবিতা, রূপক

আমি তাইতে বলি গোলাপ কলি আজ কেন উৎসুক। তার বুকের নীড়ে এল ফিরে হারানো কোন্‌ সুখ! আজ কোকিল ডেকে বল্‌লে তারে,- আর ঘোম্‌টা দিতে হবে না রে ওই দেখা যায় বসন্তেরি প্রসন্ন সেই মুখ! শীতের শাসন টুটেছে আজ মৌনী হিয়ার...বিস্তারিত

জ্যোৎস্না-অভিষেক

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • কবিতা, প্রেম

ওগো রাণী! তোমার আজি জ্যোৎস্না-অভিষেক সজ্জা রাখ, লজ্জা রাখ,- চন্দ্রমা নির্ম্মেঘ! অলকগুলি বাতাস ভরে দুলুক তোমার ললাট 'পরে, উথলি' লাবণ্য-বারি অন্ধ করি' দিক ক্ষণেক! মর্ত্ত্য-লোকের দৈন্যরাশি ঘুচাক,- চাঁদের দিব্য হাসি, তোমার হাসি করুক প্রাণে চন্দন-নিষেক!বিস্তারিত

করবী

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • কবিতা, প্রেম

দূর হ'তে আমি গোলাপেরি মত ঠিক! তবু আমোদিত করিতে পারি নে দিক! গোলাপেরি মত অতুলন মম হাসি, তবু হায় অলি ফিরে যায় কাছে আসি'! পথের প্রাস্তে ফুটে আছি অহরহ, গোলাপের মত রচিতে পারি নে মোহ! ভালোবাসা মোর রাখি নি কাঁটায়...বিস্তারিত

আফিমের ফুল

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • কবিতা, রূপক

আমি বিপদের রক্ত নিশান আমি বিষ-বুদবুদ, আমি মাতালের রক্ত চক্ষু, ধ্বংসের আমি দূত। আমার পিছনে মৃত্যু-জড়িমা আফিমের মত কালো, বিধির বিধানে যেথা সেথা তবু সুখে থাকি, থাকি ভালো! কমল গোলাপ যতনের ধন অল্পে মরিয়া যায়, আমি টিঁকে থাকি মেলি' রাঙা...বিস্তারিত

স্রোতের ফুল

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • কবিতা, বিরহ

জীবন কুস্বপন- জনম ভুল! চলেছি ভেসে ভেসে স্রোতের ফুল যুঝি মরণ সনে,- মরিতে ক্ষণে ক্ষণে, না পাই তল কিবা না পাই কূল!বিস্তারিত

অভিমানের আয়ু

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • কবিতা, রূপক

যখনি বেদনা পাই ভাবি দূরে চলে যাই উঁচু করি' মানের নিশান,- মমতা চোখের জলে ধুয়ে মুছে যাক চ'লে একেবারে হ'ক অবসান। বেলা না পড়িতে হয়ে রাগ তবু পড়ে যায় ব্যাকুল হইয়া ওঠে প্রাণ, ব্যথা-সচকিত মনে সে বুঝি নিমেষ গণে, এখনো...বিস্তারিত

বাসি তাজা

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • কবিতা, বিরহ

হায়, নিশি শেষের মলিন ফুলহার! ধূলায় ফেলে গেল চলে কণ্ঠে ছিলে যার! ছিন্ন ডোরে ফুলের রাশি সবাই কিছু হয়নি বাসি, সবাই তবু সমান হ'ল ধুলায় একাকার! সবাই তবু ক্ষুণ্ণ মনে রইল চেয়ে অকারণে, কেউ নিলে না, ঠাঁই দিলে না বক্ষে...বিস্তারিত

জলের আল্‌পনা

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • কবিতা, বিরহ

জলে এঁকেছিলাম ছবি- লুকাল সে এক নিমিষে; নয়ন-জলে এঁকেছি যায় সে ছবি হায় লুকায় কিসে!বিস্তারিত