কবিতা

বাংলা কবিতার আর্কাইভ যেখানে দেশাত্মবোধক, প্রকৃতি, প্রেম, রম্য ছাড়াও বিভিন্ন ধরনের কবিতা পাওয়া যাবে।

নীরবতার নিবিড়তা

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • কবিতা, প্রেম

ভালোবাসে কি না কেন সুধাইবি, আঁখি-জলে, ওরে সুধাস্ নে; ক্ষীণ আলোখানি ঘরের বাহির করিস্ নে, ঝডে নিভাস্ নে। নত মুখে যায় আঁখি-কোণে চায় প্রাণে নেবে এঁকে মূরতি যেন, তরুণ অধরে হাসিটি মিলায় বরিষার মেঘে রশ্মি হেন! (তবু) চাস্‌নে চোখের কোণে...বিস্তারিত

আপন হওয়া

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • কবিতা, রূপক

তোরা জানিস্‌ কি নিতান্ত পরের আপন হওয়ার সুখ? তোদের উদাস আঁখি কারেও দেখি' হয় নি কি উৎসুক? নূতন প্রেমের নূতন সুখে হাসি দেখা দ্যায় নি মুখে? পূর্ণ চাঁদের আলোয় তোদের পূরে নি কি বুক?বিস্তারিত

বাঁশী

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • কবিতা, প্রেম

আমি জানি না বাঁশীতে কি যে আছে, সখা পথের পথিক বঁধু! কোন্‌ গোপন মনের দুখ-সুখ-মাখা হৃদি সঞ্চিত মধু! সে যে অধর-পরশে চকিতে জাগিয়া ফুকারি উঠিছে ডাকি; ওগো বাঁশীর মাঝারে ধ'রে কি রেখেছে ভুবন-ভুলানো পাখী? সে যে সোহাগ-পাগল দুলালের মত অভিমানে...বিস্তারিত

চির সুদূর

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • কবিতা, বিরহ

এত কাছে থেকে হয় তবু এত দূর! নয়নে নয়ন রেখে পরাণ বিধুর! কাছে আসি ভালোবেসে,- নিশাসে নিশাস মেশে, নাগাল না পাই তবু পরাণ-বঁধূর!বিস্তারিত

হাস্নু হানা

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • কবিতা, বিরহ

গন্ধভরা হাস্নু হানা তুলেছিলাম গুচ্ছ ক'রে; তখন কেবল সন্ধ্যা নামে পরাণ ভরে নানান্‌ সুরে। কপোলতলে ওষ্ঠাধরে তপ্ত দুটি নয়ন 'পরে নিয়েছিলাম স্নিগ্ধ-সজল কোমল পরশ সোহাগ ভরে। সান্ধ্য ফলের গন্ধ মদির পরাণ আমার করলে অধীর, তপ্ত হয়ে পড়ল নিশাস কে জানে...বিস্তারিত

স্বর্ণমৃগ

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • কবিতা, বিরহ

সোনার হরিণ চলে গেল হায় মনোলোভা রূপ ধ'রে, বিস্মিত হিয়া রহিনু চাহিয়া তাহারি পথের 'পরে! আঁখি পালটিতে ফিরে দেখা দিল,- গেল ফিরে লীলা ভরে; আকুল নিশাস পড়িল আমার পাঁজর শূন্য ক'রে।বিস্তারিত

উন্মনা

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • কবিতা, বিরহ

এক্‌টি জোড়া চোখের দিঠি ফিরত না, দেখতে পেলেই ফিরে ফিরে চাইত; আজকে আমি তাহার লাগি উন্মনা, আজকে সে আর নাইত কোথাও নাইত'! দেখিনি তায় সকল বেলায় মন্দিরে, বৈকালে সে ঝর্ণা-তলায় যায়নি! খুঁজেছি সব শৈল-পথের সন্ধি রে তবুও তার দেখা কোথাও...বিস্তারিত

বিরহী

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • কবিতা, প্রেম

গাঙে যখন জোয়ার আসে থেকো তুমি সাগরে; ওই পরশে সরস বারি মাখ্‌ব অঙ্গে আদরে। হারা আমার হিয়ার টানে চেয়ো বারেক তারার পানে, পড়্‌ব দোহে দোঁহার লিপি আকাশ-ভরা আখরে!বিস্তারিত

স্বপন

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • কবিতা, প্রেম

স্বপন যদি সত্যি সফল হয়! (তবে) তোমায় আমায় এই যে প্রণয় আবার হবে মধুময়! জগৎ যদি ফিরায় আঁখি তবু আমি ভরসা রাখি হ'ব সুখী, ফিরবে সুদিন,- হৃদয় আমার কয়!বিস্তারিত

ঘূর্ণি

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • কবিতা, প্রেম

আজ ফুলের বনে দখিণ হাওয়া। কী ব'লে গেছে! অকুল পাথার থির জোছনায় ঘূর্ণি লেগেছে! মূর্চ্ছনাতে পড়্‌ছে টলে মূর্চ্ছা রাগিণী! পদ্ম 'পরে নৃত্য করে মত্ত নাগিনী! ও তার বিষের নিশাস কুসুম-কলির বুকে বেজেছে। ঘূর্ণি লেগেছে! হায় আপন জনে বুকে টেনে পাইনে...বিস্তারিত