ছায়ানট

( বর্ম্মণ পাবলিশিং হাউস, ভারত, ১৯২৫ )

এটি কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ। এই সংস্করণে প্রকাশকাল মুদ্রিত হয় নি। তবে বেঙ্গল লাইব্রেরির তালিকা থেকে জানা যায় গ্রন্থটি প্রকাশিত হয়েছিল- ২২ সেপ্টেম্বর ১৯২৫ (আশ্বিন ১৩৩২)। প্রকাশক ছিলেন শ্রীব্রজবিহারী বর্ম্মণ রায়/বর্ম্মণ পাবলিশিং হাউস/১৩৯ কর্ণওয়ালিশ ষ্ট্রীট-কলিকাতা। গ্রন্থটি প্রিন্টার হিসেবে উল্লেখ ছিল-' শ্রীশশিভূষণ পাল-মেট্কাফ্-প্রেস্ ১৫ নং নয়নচাঁদ দত্তের ষ্ট্রীট, কলিকাতা'। এতে মোট ৫০টি কবিতা রয়েছে।

সূচীপত্র